নারী দিবসের নাটক ‘শিখার কথা’

প্রকাশ : ০৭ মার্চ ২০১৮, ১৫:২৪

জাগরণীয়া ডেস্ক

এনজিওকর্মী শিখা একাগ্রতা নিয়ে নিজের কাজ করে যান। শিখার কর্মদক্ষতায় মুগ্ধ হন বস মাজহার সাহেব । আশা করেন, শিখা ক্যারিয়ারে অনেক উন্নতি করবে। অফিসের কাজে শিখাকে প্রেরণ করা হবে জেনেভাতে। সেখানে যাওয়ার আগে বসকে নিজ বাড়িতে একবেলা খাওয়ার আমন্ত্রণ জানায় শিখা। পরিবারে তার মা ছাড়া আর কেউ নেই। বস মাঝহার সাহেব শিখার বাড়িতে যাওয়ার পর ঘটনা মোড় নেয়। শেষ পর্যন্ত জয় হয় শিখার। এমনই এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে ইফফাত আরেফিন মাহমুদ তন্নির রচনায় আর চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটক ‘শিখার কথা’।

প্রতিকূল পরিস্থিতি আর নারীর কঠিন জীবন সংগ্রাম, সফলতা, পারিবারিক বন্ধনসহ বিভিন্ন চিত্র নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘শিখার কথা’। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। এ ছাড়া আরও রয়েছেন মামুনুর রশীদ, জোভান, তানজিন তিশা, সুজাত শিমূল, অরুণা হায়দার প্রমুখ। নাটকটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ (বৃহস্পতিবার ) আরটিভিতে রাত ৮টায় প্রচারিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত