নারীর কঠিন সংগ্রামের নাটক ‘খোলা চিঠি’

প্রকাশ : ০৭ মার্চ ২০১৮, ১৫:০৮

জাগরণীয়া ডেস্ক

গণধর্ষণের শিকার এক লেখিকা তার বাবাকে জীবনের সংগ্রাম নিয়ে চিঠি লিখছে- এমনই এক চিত্রপট নিয়ে নাটক ‘খোলা চিঠি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মতিয়া বানু শুকুর। 

নাটকটির সংক্ষিপ্তরূপ বিষয়ে নির্মাতা বলেন, মূল চরিত্র জনপ্রিয় ছোট গল্পের লেখিকা জয়িতা আহমেদ জয়া। যিনি ১৮ বছর বয়সে গণধর্ষণের শিকার হন। সেই তরুণীর পাশে তখন শক্তভাবে দাঁড়িয়েছিলেন তার মা। মামলা করেছিলেন মেয়েকে সাথে নিয়ে। অথচ তার বাবা কখনো সামনে আসেননি। এমনকি অসুস্থ মেয়েকে হাসপাতালেও দেখতে যাননি। উল্টো মেয়ের পরিচয়ে লজ্জিত বাবার নিরবতায় ঘর ছাড়তে হয়েছিল মা-মেয়েকে। এমনই এক পারিবারিক টানাপোড়েন আর এক নারীর কঠিন সংগ্রামের গল্প ‘খোলা চিঠি’।

আগামি ৯ মার্চ (শুক্রবার) আরটিভিতে রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘খোলা চিঠি’। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, মাসুম বাসার প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত