‘আমার শেষযাত্রায় যেন পছন্দের গানটি বাজানো হয়’

প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ১৮:৩৬

জাগরণীয়া ডেস্ক

লিন্ডা নোলান, বিখ্যাত আইরিশ গায়িকা ও অভিনেত্রী। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। শেষযাত্রার প্রস্তুতি নিয়ে রাখলেও ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে তিনি সরব। ৫৯ বছর বয়সী এ গায়িকা সম্প্রতি মিরর পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তার জীবনে ঘটে যাওয়া তুলে ধরেন।

তিনি বলেছেন, ‘আমি যখন মারা যাবো তখন পার্ল হারবারের সেই বিখ্যাত ‘ফেইথ হিল’ গানিট যেন বাজানো হয়। কারণ গানটির সঙ্গে আমার প্রয়াত স্বামীর কিছু যোগসূত্র রয়েছে।’

২০০৭ সালে তার স্বামী ব্রায়ান হাডসাম ত্বক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে ২০০৩ সালে তার ছোট বোনও না ফেরার দেশে চলে যান।

২০০৭ সালে নোলানের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে এবং গত বছর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি মৃত্যুর কাছে হারতে চাই না, আমি মৃত্যুকে জয় করে আরও বাঁচতে চাই।’

সূত্র: ডেইলি মেইল 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত