জিয়া খানের আত্মহত্যায় সুরজের বিরুদ্ধে চার্জ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৭

জাগরণীয়া ডেস্ক

২০১৩ সালের জুনে আত্মহত্যা করেন বলিউড অভিনেত্রী জিয়া খান। তখন আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুম্বাই পুলিশ বলিউডের অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলিকে গ্রেপ্তার করে। পরে অবশ্য সে জামিনে ছাড়া পায়।

সম্প্রতি সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেছেন আদালত। এতে বলে হয়, জিয়ার আত্মহত্যার ঘটনায় তার প্রেমিক সুরজ প্ররোচনা দিয়েছেন। ইন্ডিয়ান প্যানেল কোডের ৩০৬ ধারায় আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে এ মামলার শুনানি শুরু হবে। 

এই প্রসঙ্গে আদিত্য পাঞ্চোলি বলেন, 'এ দিনটির জন্য আমরা সাড়ে ৪ বছর ধরে অপেক্ষা করেছিলাম। তাই আজ আমরা অনেক খুশি। এখন সত্যিকারের লড়াই শুরু হলো। যদি সুরজ অপরাধী হয় তাহলে সে শাস্তি পাবে। আর যদি না হয় তাহলে সে মুক্ত হয়ে যাবে'।

উল্লেখ্য, ‘হিরো’ খ্যাত অভিনেতা সুরজ নিজেকে নির্দোষ দাবি করছেন। তবে সুরজ দোষী সাব্যস্ত হলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা যায়। জিয়া খান সুইসাইড-নোটে সুরজের প্রতি নানা অভিযোগ দিয়েছিলেন। সে সূত্র ধরেই পুলিশ সুরজকে গ্রেপ্তার করেছিলেন। 

এদিকে অভিনেত্রী জিয়া খানের মা সুরজকে সরাসরি খুনি বলে আখ্যায়িত করেন। তিনি সুরজের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত