প্রিয়াঙ্কার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৮, ১৮:৪৪

জাগরণীয়া ডেস্ক

চার বছর ধরে কর বকেয়া পড়েছে বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। আয়কর ফাঁকির এই অভিযোগ এনেছে আয়কর অ্যাপিলেট ট্রাইব্যুনাল।

আয়কর কর্তৃপক্ষের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রিয়াঙ্কার ৪০ লাখ টাকা দামের একটি ঘড়ি এবং প্রায় ২৭ লাখ দামের টয়োটা পাইরাস গাড়িটি নিয়েই প্রথম প্রশ্ন তুলেছে আয়কর বিভাগ।

যদিও অভিনেত্রী প্রিয়াঙ্কা জানান, ঘড়ি এবং গাড়িটি তার আয় থেকে কেনা নয় বরং তার পেশাগত কাজের দক্ষতার জন্য উপহার হিসেবে কোন একটি সংস্থা থেকে পেয়েছেন। কিন্তু আয়কর কর্তৃপক্ষের দাবি, পেশাগত কাজের সাথে সংশ্লিষ্ট যেকোন সংস্থার দেয়া যেকোন সামগ্রী আয়কর আইনের ২৮ (iv) ধারা অনুযায়ি উপহার হিসেবে গণ্য হতে পারে না। সুতরাং কর দিতে হবে।

তাছাড়া বলিউডের শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেনমেন্ট থেকে প্রিয়াঙ্কাকে ১৭.০৬ লাখ টাকার গয়না দেয়া হয়েছে। সেগুলোও করের আওতায় পরে কীনা তা খতিয়ে দেখবে কর্তৃপক্ষ।

জানা গেছে, ২০০৭-০৮ অর্থবছরে মডেলিং ও অন্যান্য প্রমোশনাল কাজকর্মের জন্য ১.৪০ কোটি টাকা রোজগার করেছেন প্রিয়াঙ্কা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত