আসছে মালালার জীবন নিয়ে চলচ্চিত্র

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১৬:২২

জাগরণীয়া ডেস্ক

আসছে পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাইয়ের জীবন বৃত্তান্ত নিয়ে ছবি ‘গুল মকাই’। 

ভারতের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, পরিচালক আমজাদ খান শুটিংয়ের শেষ প্রান্তে রয়েছেন। ‘গুল মকাই’ টিমের সদস্যরা বর্তমানে কাশ্মিরে অবস্থান করছে। ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং কাশ্মীরের গান্দেরবাল জেলায় করা হয়েছে। যদিও বেশির ভাগ শ্যুটিং ভারতের গুজরাটের ভুজ ও মুম্বাইতে করা হয়েছে। অভিনয় করেছেন রিমা শেখ, দিব্যা দত্ত, মুকেশ ঋষির মতো অভিনেতারা।

এ প্রসঙ্গে পরিচালক জানান, পাকিস্তানের সোয়াট উপত্যাকার অপরিচিত কিশোরী থেকে শুরু করে বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা সবকিছুকেই ফ্রেমবন্দি করার চেষ্টা করেছি। শত প্রতিকূলতা স্বত্ত্বেও মামালার হার না মানা দৃঢ়তাকে এই সিনেমায় সম্মান জানানো হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের ছোট্ট শহর সোয়াট উপত্যকয়ায় ২০১২ সালে স্কুলছাত্রী মালালা তালেবানি হামলায় মারাত্মক জখম হন। ঐসময় মালালার উপর ঐ হামলা আন্তর্জাতিক মহলে বেশ নাড়া দেয়। নারী শিক্ষার জন্য প্রতিনিয়তই বিভিন্ন সেমিনারে বক্তব্য রাখছেন পাকিস্তানের মালালা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত