‘যৌন হয়রানিকারীদের দিন শেষ’

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৮, ০২:০৬ | আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮, ০২:১৪

অনলাইন ডেস্ক

‘আজকের রাতে আমি সেইসব নারীদের উদ্দেশ্যে আমার এই অর্জনকে উৎসর্গ করছি, যারা ঠিক আমার মায়ের মত। দিনের পর দিন অত্যাচার আর নিপীড়ন সহ্য করেছেন শুধু এই কারণে যে তাদের সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারেন আর নিজের স্বপ্নকে সত্য করতে পারেন।’

পুরস্কার গ্রহণের পর অপরাহ উইনফ্রে গোল্ডেন গ্লোবসের মঞ্চে এই বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বর্ণবাদ আর যৌন হয়রানির বিরুদ্ধে ছিলেন সোচ্চার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেসব নারীরা আজ এই বক্তব্য শুনছেন, তাদেরকে বলছি, এক নতুন দিন আসছে।’

তিনি আরো বলেন, যৌন হয়রানিকারীদের দিন শেষ’।

উল্লেখ্য, ৭ জানুয়ারি রবিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অনুষ্ঠিত ৭৫ তম গোল্ডেন গ্লোবসের আসরে আজীবন সম্মাননা সেসিল বি ডিমিলে অ্যাওয়ার্ড পেয়েছেন টিভি ব্যক্তিত্ব ও সমাজসেবী অপরাহ উইনফ্রে।