অন্যরকম গোল্ডেন গ্লোবের আসর অনুষ্ঠিত

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৮, ০০:৩৩

জাগরণীয়া ডেস্ক

যৌন হয়রানির প্রতিবাদে কালো পোশাকে হাজির হওয়া এক ঝাঁক হলিউড তারকাদের নিয়ে অনুষ্ঠিত হল অন্যরকম এক গোল্ডেন গ্লোবের আসর। পুরস্কারের পাশাপাশি আসরে আলোচনায় ছিল টাইমস আপ উদ্যোগ।

৭৫ তম গোল্ডেন গ্লোবের আসরে সেরা চলচ্চিত্র, চিত্রনাট্য, চলচ্চিত্র অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে শ্রেষ্ঠ হয়েছে গত বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’। সেরা অভিনেতার পুরস্কার নিজের ঘরে তুলেছেন গ্যারি ওল্ডম্যান, চলচ্চিত্র- ‘ডার্কেস্ট আওয়ার’।  

মিউজিক্যাল/কমেডি বিভাগে সেরা চলচ্চিত্র ‘লেডি বার্ড’।

‘বিগ লিটল লাইস’ মিনি সিরিজটি টেলিভিশনে সেরা হয়েছে, অর্জন করেছে সর্বোচ্চ চারটি পুরস্কার। অ্যানিমেটেড বিভাগে সেরা ছবি ‘কোকো’। জার্মানির ‘ইন দ্য ফেড’ পেয়েছে বিদেশি ভাষার সেরা সিনেমার পুরস্কার।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অনুষ্ঠিত এ আসরে আজীবন সম্মাননা সেসিল বি ডিমিলে অ্যাওয়ার্ড পেয়েছেন টিভি ব্যক্তিত্ব ও সমাজসেবী অপরাহ্ উইনফ্রে।  

অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন জনপ্রিয় কমেডিয়ান সেথ মেয়ার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত