কালো পোশাকে হলিউড তারকাদের প্রতিবাদ

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৮, ১৬:৫২ | আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮, ১৯:৫৯

অনলাইন ডেস্ক

যৌন হেনস্তার বিরুদ্ধে সোচ্চার হলিউড অভিনেত্রীরা এবার কালো পোশাককে বেছে নিয়েছেন প্রতিবাদের ভাষা হিসেবে।

আর এবার তাদের প্রতিবাদের মঞ্চ হতে চলেছে ২০১৮ সালের গোল্ডেন গ্লোব পুরস্কারের মঞ্চ। গ্যাল গাডট, সায়োরিস রোনান, মেরি জে ব্লিজ, অ্যালিসন জেনিরা পুরস্কারের জমকালো রাতে কালো পোশাকে উপস্থিত হতে যাচ্ছেন। খবর এনডিটিভির।

২০১৭ সালের মাঝামাঝি সময় থেকেই তোলপাড় হলিউড পাড়া। চলেছে যৌন নির্যাতনের বিরুদ্ধে #MeToo ক্যাম্পেইন। প্রথম দুই সাংবাদিক এনেছিলেন প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ। এরপর থেকেই একে একে মুখ খুলছেনব তারকারা। ফাঁস করে দিচ্ছেন প্রায় তিন দশক ধরে চলতে থাকা শারীরিক সম্পর্কের বিনিময়ে সিনেমায় অভিনয়ের সুযোগ দেয়ার কুকীর্তি। জমেছে প্রায় শ’খানেক অভিযোগ।

যৌন হয়রানির শিকার শুধু রুপালি পর্দার তারকারা নন। বরং সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে এই হয়রানি। তাই আক্রান্ত প্রতিটি মানুষের পাশে দাড়ানোর জন্য গ্ল্যামার ওয়ার্ল্ডের নায়িকারা বেছে নিয়েছেন এই কালো পোশাক। প্রতিবাদ হোক সর্বক্ষেত্রে।