গুগল অনুসন্ধানের শীর্ষে সাবিলা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৮

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশের মানুষ এ বছর গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করছে মডেল ও অভিনেত্রী সাবিলা নূরকে। সম্প্রতি দেশভিত্তিক ও বৈশ্বিকভাবে ট্রেন্ডিং সার্চের তালিকা থেকে এ তথ্য জানা যায়।

‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’—এই তিনটি ট্রেন্ড নিয়ে বাংলাদেশের তালিকা প্রকাশ করেছে গুগল। এর মধ্যে ‘পিপল’ অংশে ১০ জনের নামের মধ্যে শীর্ষে আছেন বর্তমান সময়ের মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া জান্নাতুল নাঈম এভ্রিল আর অভিনেত্রী শবনম বুবলীকেও গুগলে খুঁজেছে মানুষ।

১০ জনের তালিকায় অন্যান্যদের মধ্যে আছেন ক্রিকেট তারকা তাসকিন আর মাশরাফি বিন মুর্তজা। আরো আছেন চিত্রনায়ক শাকিব খান, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, বাংলাদেশি ইউটিউবার তৌহিদ আফ্রিদি।

বিদেশীদের মধ্যে মার্কিন মডেল মিয়া খলিফা আর সংগীতশিল্পী আতিফ আসলাম এর নাম রয়েছে।

রোহিঙ্গা, আর্জেন্টিনা সাবমেরিন, বাংলাদেশি সেক্স অফেন্ডারস, শিবাত্রি অ্যাসল্ট, জেএসসি কোয়েশ্চেনস, একটি বাড়ি একটি খামার, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রভৃতি রয়েছে "নিউজ" বিভাগের ট্রেন্ডে।

এসএসসি রেজাল্ট, দঙ্গল, মুন্না মাইকেল, হাফ গার্লফ্রেন্ড, ডব্লিউডব্লিউই এক্সট্রিম রুলস-সবচেয়ে বেশি খোঁজা হয়েছে "সার্চেস" বিভাগে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত