‘দেসপাসিতো’ কি হার মানবে ‘হাভানা’র কাছে? (ভিডিও)

প্রকাশ : ০১ নভেম্বর ২০১৭, ১৫:৫৮

জাগরণীয়া ডেস্ক

সম্প্রতি মুক্তি পেয়েছে কিউবান-আমেরিকান গায়িকা ক্যামিলা কাবিলোর স্প্যানিশ গান ‘হাভানা’। অল্প সময়ে গানটি এতই জনপ্রিয় হয়েছে যে ,অনেকেই মনে করছেন ‘দেসপাসিতো’ গানকেও টপকে যেতে পারে ‘হাভানা।’

বর্তমানে আইটিউনের গ্লোবাল চার্টে এক নম্বরে অবস্থান করছে গানটি। স্প্যানিশ গান ‘দেসপাসিতো’ যেন খাদ থেকে তুলে এনেছিলেন লাতিন আমেরিকার দেশ পুয়ের্তো রিকোকে। কেবল একটি গানই বদলে দিয়েছিল পুরো একটি দেশের ভাগ্য। এ বছরের জানুয়ারিতে গানটি মুক্তির পর পরই পর্যটকদের ভিড় জমে যায় পুয়ের্তো রিকোতে। আর হুহু করে বাড়তে থাকে দেশটির আয়। ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখা হয়েছে চারশো কোটিরও বেশিবার।

ক্যামিলা কাবিলোর ‘হাভানা’ও সে রকম অবস্থানে পৌছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার এ গানে তুলে ধরা হয়েছে কিউবার ঐতিহ্যকে। যা পর্যটকদের সহজেই আকর্ষণ করবে।

হাভানা গানটি ক্যামিলার প্রথম একক অ্যালবাম দ্য হার্টিং ,দ্য হেয়ালিং ,দ্য লাভিং এর একটি গান। তবে অ্যালবামটি এখনো মুক্তি পায়নি। এরই মধ্যে হাভানা গানটি দেখা হয়েছে ২০০ মিলিয়ন বার। কেবল আমেরিকাতেই নয়, কানাডা,অস্ট্রেলিয়া ও সুইডেনেও সফল গানটি।

২০ বছর বয়সী ক্যামিলা কাবিলো সঙ্গীত জগতে পা রাখেন ২০১২ সাল থেকে। তিনি মেয়েদের ব্যান্ড দল ‘ফিফথ হারমোনির’ সাথে যুক্ত।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত