যৌন হয়রানির দায়ে জবি শিক্ষক চাকরিচ্যুত

প্রকাশ : ১০ জুলাই ২০১৭, ১৩:২৮

জাগরণীয়া ডেস্ক

একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে (রাজীব মীর) স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৪তম সভায় ৯ জুলাই (রবিবার) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আটজন ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। পরে ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গত ১২ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ওই কমিটি অভিযোগের সত্যতা পায়।

প্রক্টর বলেন, ৯ জুলাই (রবিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় রাজীব মীরকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। একই অভিযোগে গত বছরের ২৬ এপ্রিল তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত