অস্বচ্ছলতায় ভর্তি হওয়া অনিশ্চিত রূপা ও রিফাদের

প্রকাশ | ১৫ মে ২০১৭, ১২:৫৪

অনলাইন ডেস্ক

দিনমজুর পিতার পক্ষে মেয়ের লেখাপড়ার খরচ চালানো সম্ভব না হলেও মায়ের ইচ্ছা আর নিজের অদম্য মনোবলের কারণে এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে রূপা আক্তার।

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পাওয়া রূপা মধ্য শিহিপাশা গ্রামের দরিদ্র দিনমজুর শফিকুল মিয়ার কন্যা। রূপা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন ব্যাংকার হতে চায়। কিন্তু পরিবারের আর্থিক অস্বচ্ছলতায় এখন তার কলেজে ভর্তি হওয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

একই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে উপজেলার কালুপাড়া গ্রামের মৃত হুমায়ুন কবিরের পুত্র রিফাত হোসেন। তার মা বুলু বেগম উপজেলা হাসপাতালের আয়া। দরিদ্রতাকে জয় করে রিফাত অন্যের বাড়িতে প্রাইভেট পড়িয়ে উপার্জিত অর্থে লেখাপড়া করেছেন। রিফাতের স্বপ্ন উচ্চশিক্ষা লাভ করে একজন চিকিৎসক হওয়া। কিন্তু মায়ের সামান্য আয়ে তার স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

পরিবারের আর্থিক অস্বচ্ছলতায় তার কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।