আবাসিক হলে এসে ছাত্রীকে দুই নারীর মারধর

প্রকাশ : ৩১ মার্চ ২০১৭, ০৩:১৩

জাগরণীয়া ডেস্ক

ব্যক্তিগত সমস্যার জেরে বহিরাগত দুই নারী অতর্কিত এসে চট্টগ‌্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের এক ছাত্রীকে মারধর করেছে। ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ে প‌্রীতিলতা হলের ১০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত দিলরুবা খানম (২৭) ও মোনাফা খাতুনকে (২৬) বিশ্ববিদ্যালয় প‌্রশাসন আটক করে পুলিশে সোপর্দ করেছে। মারধরের শিকার হওয়া নাহিদ নেওয়াজ সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী।

বিশ্ববিদ্যালয় প‌্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর সঙ্গে একটি সাংস্কৃতিক সংগঠন নিয়ে এক নারীর ঝামেলা হয়েছিল শহরে। এরপর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীটি আর যোগাযোগ করেনি ওই সংগঠনের সাথে। তাই ক্ষুব্ধ হয়ে ওই দুইজন নারী আবাসিক হলে গিয়ে ওই ছাত্রীকে মারধর করে।

এ ব্যাপারে জানতে চাইলে নাহিদ নেওয়াজ বলেন, শহরে একটি সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ডে উপস্থিত না থাকায় তারা এসে আমাকে মারধর করেছে।

বিশ্ববিদ্যালয়ের প‌্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, বহিরাগত দুই নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। ছাত্রীটি আমাদের জানিয়েছে, একটি সাংস্কৃতিক সংগঠনের ঝামেলা নিয়ে তারা হলে এসে হামলা করে।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দুই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত