‘নারীর ক্ষমতায়ন সমাজ ও সভ্যতা বিকাশের পূর্বশর্ত’

প্রকাশ : ০৯ মার্চ ২০১৭, ০১:২৩

জাগরণীয়া ডেস্ক

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ড. জয়নাব বেগম বলেছেন, নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা সমাজ ও সভ্যতা বিকাশের পূর্বশর্ত।

৮ মার্চ (বুধবার) সকালে হাটহাজারীর কাটিরহাট মহিলা কলেজে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাটিরহাট মহিলা কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথের সভাপতিত্বে সেমিনারে ড. জয়নাব বলেন, প্রথাগত পুরুষতান্ত্রিক ক্ষীণ মনোবৃত্তি ও দৃষ্টিভঙ্গির কারণে লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে। যে সমাজ নারীর কৃতকর্মের অবদানের স্বীকৃতি দেয় না এবং অবরুদ্ধ রাখতে চায়, সে সমাজের অনুশাসন ভেঙে নারীকে তার নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে আপন মহিমায়, সমতার মর্যাদায়। গত তিন দশকে লাতিন আমেরিকা, আফ্রিকা, পশ্চিম ও দক্ষিণ এশিয়ার নারী সমাজের সার্বিক অগ্রগতি হলেও প্রত্যাশিত অবস্থায় পৌঁছায়নি। উন্নয়নশীল দেশগুলোর প্রায় ৬০ কোটি নারী এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করছে।

‘বৈশ্বিক পরিবর্তনে লৈঙ্গিক সমতা ও নারীর ক্ষমতায়ন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কাফি মিল্লাত।

আহিয়াত মান্নানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কাটিরহাট মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য মো. শাহনেওয়াজ চৌধুরী, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, গণমাধ্যমকর্মী পূরবী দাশগুপ্ত, কলেজের উপাধ্যক্ষ ছৈয়দুল হক, সোলতানুল আলম চৌধুরী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত