‘অশ্লীল চিত্র প্রদর্শন’, ঢাবি শিক্ষক বরখাস্ত

প্রকাশ : ০১ মার্চ ২০১৭, ১৫:৫৩

জাগরণীয়া ডেস্ক

শ্রেণীকক্ষে ‘অশ্লীল চিত্রের’ মাধ্যমে পাঠদানের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান জানিয়েছেন।

তিনি আরো জানান, বরখাস্ত অধ্যাপক ড. মো. রিয়াজুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগটি খতিয়ে দেখার জন্য উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমদকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিন্ডিকেটের একাধিক সদস্য জানান, এই অধ্যাপকের বিরুদ্ধে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ছাত্র-ছাত্রীরা ক্লাসের মধ্যে ‘অশ্লীল চিত্র’ দেখানোর অভিযোগ করেছিলেন।

তবে এই বিষয়ে অধ্যাপক রিয়াজুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে কী ধরনের অশ্লীলতার প্রদর্শনের অভিযোগ এসেছে, তাও নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত