'শিক্ষায় বরাদ্দ আমার কাছে বিনিয়োগ'

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৭, ১১:৪৩

জাগরণীয়া ডেস্ক

যুগোপযোগী শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যে বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছি, পৃথিবীর অন্য কোনো দেশ হয়তো এ নজির দেখাতে পারবে না।’

রবিবার (২৯ জানুয়ারি) সকালে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জাতীয় বাজেটে শিক্ষায় যে বরাদ্দ দেওয়া হয়, তা ব্যয় নয়, আমার কাছে মনে হয় বিনিয়োগ। কারণ এই অর্থ ব্যয়ে আমরা আমাদের প্রজন্মকে গড়ে  তুলছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এ বছর বিনামূল্যে ৩৬ কোটি ৩১ লাখ ২৪৫টি বই বিতরণ করেছি। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত এসব বই বিতরণ করা হয়েছে। ২০১০ সাল থেকে গত আট বছরে ২২৫ কোটি ৪৩ লাখ ১ হাজার ১২৮ খানা বই বিতরণ করা হয়েছে। এ বছর উপজাতিদের জন্য তাদের মাতৃভাষায় আটটি বই দেওয়া হয়েছে।’

নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘১৯৯৬ সালে আমরা যখন সরকার গঠন করি তখন সাক্ষরতার হার ছিল মাত্র ৪৫ শতাংশ। আমরা দুই বছরের মধ্যে সাক্ষরতার হার ৬৫ শতাংশে উন্নীত করি। এ সাফল্যে ইউনেস্কো বাংলাদেশকে পুরস্কার দেয়। পুরস্কারের অর্থ দিয়ে শিক্ষা বৃত্তি দেওয়া হয়। তবে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের পর ২০০৯ সালে এসে দেখলাম সাক্ষরতার হার ৪৪ শতাংশে নেমে গেছে। তারপর আমরা চেষ্টা চালিয়ে সাক্ষরতার হার বর্তমানে ৭১ শতাংশে উন্নীত করেছি। শিক্ষার ক্ষেত্রে আমরা এ অর্থবছরে বড় বাজেট ঘোষণা করেছি। বাজেটে যে টাকা শিক্ষায় দেই সেটিকে আমরা ব্যয় হিসেবে দেখি না, বরং বিনিয়োগ হিসেবে দেখি। আমরা যুগোপযোগী শিক্ষা বাধ্যতামূলক করেছি।’

১৫০০টি নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এসব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় ৪০ বছর পর ২০০৯ এ আমরা ক্ষমতায় এসে ২৬ হাজার ৯৮৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছি। অনেক নতুন শিক্ষকের চাকরি এমপিওভুক্ত করা হয়েছে।’

প্রাথমিক সমাপনী পরীক্ষা ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার গুরুত্বের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্লাস ফাইভের সার্টিফিকেট হাতে পেলে খুদে শিক্ষার্থীরা খুশি হয়। তারা সার্টিফিকেট নিয়ে ছবি তোলে। এতে তাদের কনফিডেন্স বাড়ে। আগে শিক্ষাজীবনে প্রথম সার্টিফিকেট পাওয়ার জন্য ১০ বছর অপেক্ষা করতে হতো শিক্ষার্থীদের। কিন্তু ক্লাস ফাইভে ও এইটে পরীক্ষার মাধ্যমে তাদের সেই অপেক্ষা করতে হচ্ছে না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত