বদরুলের ছাত্রত্ব বাতিল ঘোষণা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৯:২৯

জাগরণীয়া ডেস্ক

কলেজছাত্রী খাদিজা বেগমের উপর হামলার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমকে চিরতরে বহিষ্কার করেছে বিশ্ববিদ‌্যালয় কর্তৃপক্ষ।

রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন।

গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে পরীক্ষা দিতে যাওয়া সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাকে কুপিয়ে জখম করার পরদিন বদরুলকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল বিশ্ববিদ‌্যালয়ের প্রক্টরিয়াল কমিটি।

ওই দিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্যের একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হয়েছিল। রবিবার ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটির প্রতিবেদন সিন্ডিকেট সভায় উত্থাপন করার পর বদরুলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অধ্যাপক কবির।

উল্লেখ্য, ২০০৮-০৯ শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগে ভর্তি হলেও শিবিরের আক্রমনের শিকার হওয়ার পর বদরুল বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত ছাত্র হয়ে পড়েছিল। সে ছাত্রলীগের বিশ্ববিদ‌্যালয় শাখার সহ-সম্পাদক ছিল।

ঘটনার পরপরই সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি গ্রামের বদরুল গ্রেপ্তার হয়ে এখন সিলেটের কারাগারে রয়েছে। সে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মামলা চলছে।

অন্যদিকে হামলায় গুরুতর আহত খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত