‘জাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল’

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ২১:৫৯

জাগরণীয়া ডেস্ক

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

৫ আগস্ট (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আয়োজিত এই মশাল মিছিলে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের এ শান্তিপূর্ণ আন্দোলন চলবে, কেউ বাধা দিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আহমেদ জয়, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক, ছাত্র ফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম, সাধারণ সম্পাদক মো. দিদারসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি নদীর নাম শীর্ষক একটি পথনাটক মঞ্চস্থ হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত