বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বাকৃবিতে মানববন্ধন

প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ২১:০৭

জাগরণীয়া ডেস্ক

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত ও খাগড়াছড়ির দীঘিনালায় পঞ্চমশ্রেনীর ছাত্রী পূর্ণা ধর্ষণের পর নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

৩১ জুলাই (মঙ্গলবার) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) নেতারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) বাকৃবি শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ দাস, চারণ সাংস্কৃতিক কেন্দ্র বাকৃবি শাখার সদস্য সচিব রিয়াদ হাসান শাওন ও বিজ্ঞান চর্চা কেন্দ্র বাকৃবি শাখার সাধারণ সম্পাদক পৃথ্বিরাজ দাশ।

মানবন্ধনের সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) বাকৃবি শাখার সাধারণ সম্পাদক গৌতম কর। এছাড়াও এ কর্মসূচিতে ছাত্রফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা সড়ক দুর্ঘটনার নামে হত্যাকাণ্ড বন্ধ ও জড়িতদের বিচার দাবি করেন। এছাড়া পাহাড় আদিবাসীদের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ এবং আদিবাসী শিশু হত্যার বিচার দাবি করেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত