দেশের ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণ করা হয়েছে

প্রকাশ : ৩০ মে ২০১৮, ১৫:৫৭

জাগরণীয়া ডেস্ক

দেশের ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোকে সরকারী করে আদেশ জারি করেছে।

২৮ মে (সোমবার) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা জ্যায়। সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়বিহীন উপজেলায় একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারীকরণের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা হচ্ছে।সরকারিকরণকৃত প্রতিষ্ঠানের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না বলে আদেশে উল্লেখ করা হয়েছে। নতুন ৩৬টিসহ সারা দেশে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৪০৩টি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত