এসএসসির ফল প্রকাশ

সারাদেশে ১৯ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, ৪ জনের মৃত্যু

প্রকাশ : ০৭ মে ২০১৮, ১১:৪৯

জাগরণীয়া ডেস্ক

গত ৬ মে (রবিবার) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর পঞ্চগড়, রংপুর, যশোর ও শরীয়তপুরের বিভিন্ন এলাকায় সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত ১৯ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এর মধ্যে ৪ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের আজাহারুল ইসলামের মেয়ে রোকেয়া, যশোরের ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর (খালপাড়া) গ্রামের ভ্যানচালক জামালউদ্দিনের মেয়ে শান্তা ইসলাম,পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘি ইউনিয়নের প্রধানপাড়া এলাকার ধিরেন্দ্রনাথের মেয়ে বিথী রাণা ও শরীয়তপু‌রের ডামুড্যা উপ‌জেলার ধানকা‌ঠি ইউনিয়‌নের বা‌হেরচর গ্রামের আনিছ হাওলাদা‌রের মেয়ে নাসরিন।

যশোর প্রতিনিধি জানান, এসএসসিতে অকৃতকার্য হওয়া যশোর বোর্ডের আট শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। এরমধ্যে দুই জন ছাত্র ও ছয়জন ছাত্রী।

অপরদিকে, যশোরের ঝিকরগাছায় এসএসসি পরীক্ষায় ফেল করায় শান্তা ইসলাম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার বিকেলে যশোরের ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর (খালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। শান্তা ইসলাম ওই গ্রামের ভ্যানচালক জামালউদ্দিনের মেয়ে।

রংপুরে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর রংপুরে বিষপান ও ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালানো শিক্ষার্থীর সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এদের মধ্যে একজন মারা গেছে। বাকি সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপু‌রের ডামুড্যা উপ‌জেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় নাস‌রিন আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী বিষ খে‌য়ে আত্মহত্যা করেছে। রবিবার বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে উপ‌জেলার ধানকা‌ঠি ইউনিয়‌নের বা‌হেরচর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় রাত ৮টার দি‌কে শরীয়তপুর সদর হাসপাতা‌লে নাস‌রি‌নের মৃত্যু হয়। ‌নাসরিন ওই গ্রামের আনিছ হাওলাদা‌রের মেয়ে।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ায় বিথি রাণী (১৬) নামে এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিথী দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘি ইউনিয়নের প্রধানপাড়া এলাকার ধীরেন্দ্রনাথের মেয়ে। সে স্থানীয় কালিগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

উল্লেখ্য, ৬ মে (রবিবার) চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১০ শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত