শেখ হাসিনা টেক্সটাইল কলেজ হচ্ছে শিবচরে

প্রকাশ : ১০ এপ্রিল ২০১৮, ১৮:২২

জাগরণীয়া ডেস্ক

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় প্রায় ১৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। 

১০ এপ্রিল (মঙ্গলবার) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের (একনেক) সভায় নতুন এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রকল্প সূত্রে জানা গেছে, দেশের রপ্তানি খাতে বস্ত্রশিল্পের অবদান ৮০ শতাংশ। আর্থ-সামাজিক উন্নয়নে আরএমজিসহ বস্ত্রশিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উত্তরোত্তর অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রশিক্ষিত দক্ষ জনবলের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।  নতুন এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রতি বছর প্রায় ১২০ জন টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ার তৈরি সম্ভব হবে। 

২০২০ সাল নাগাদ এই প্রকল্প বাস্তবায়িত হবে। এটি বাস্তবায়ন করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় বস্ত্র অধিদপ্তর।  

একনেক সভায় মোট ১৮ প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ১৫ হাজার ৬৮৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে আসবে প্রায় ৫ হাজার ৭০৮ কোটি টাকা। প্রকল্প সাহায্য থেকে আসবে ৮ হাজার ৭৪০ কোটি টাকা। বাকি ১ হাজার ২৩৫ কোটি টাকা আসবে সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত