রাত ১০টাতেই গেট বন্ধ হবে জাবি ছাত্রী হলের

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৯

জাগরণীয়া ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হল রাত ১০টার মধ্যেই বন্ধ হবে। ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক ছাত্রী হলের প্রধান ফটক রাত ১০টায় বন্ধ করে দেওয়া হবে। এই সময়ের পর কোনো ছাত্রী হলে প্রবেশ করতে পারবে না।

এর আগে ২০১৪ সালে শহীদ জননী জাহানারা ইমাম হলে রাত ১০টার পর প্রবেশ ও বাইরে যেতে বিধিনিষেধ আরোপ করে তোপের মুখে পড়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারও বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. কৌশিক সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার মধ্যে হলে প্রবেশের নিয়ম অনেক আগে থেকেই রয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে। নবীন শিক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা সম্পর্কে জানাতেই এ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত