৭ম শ্রেণির আনন্দপাঠে কৃষি শিক্ষা!

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০১৮, ১৩:০৫

অনলাইন ডেস্ক

বিনামূল্যে বিতরণকৃত মাধ্যমিক শাখার ৭ম শ্রেণির বইয়ে ব্যাপক হারে ভুল পাওয়া গেছে। এ নিয়ে চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।

আনন্দপাঠ (বাংলা দ্রুতপঠন) বইয়ে কভার পেইজের পরেই কৃষি শিক্ষার দুটি অধ্যায় সংযোজিত হয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম শ্রেণির আনন্দপাঠ বইটিতে পাওয়া গেছে এই ত্রুটি।

উপজেলার ঝুনকাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিতরণ করা ৭ম শ্রেণির আনন্দপাঠ বইয়ে দেখা যায়, বইটির উপরে লেখা আনন্দপাঠ বাংলা দ্রুতপঠন। কিন্তু বইয়ের প্রথম পৃষ্ঠা খুলতেই বের হয় কৃষি শিক্ষার সূচিপত্র। ১নং পৃষ্টায় প্রথম অধ্যায় কৃষি ও আমাদের সংস্কৃতি, ১৩নং পৃষ্টায় আনন্দ পাঠের গল্প- বুলু লেখক অজিতক কুমার গুহ। আবার ১৬নং পৃষ্টায় কৃষির ২য় অধ্যায় কৃষি ও প্রযুক্তি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক জানান, অনেক প্রতিষ্ঠান থেকে এ ধরনের অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।