যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে অব্যাহতি

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৭, ২২:২৮

জাগরণীয়া ডেস্ক

ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. শরীফ উদ্দিনকে চাকুরিচ্যুত করা হয়েছে। বছরখানেক আগের এ ঘটনায় নিপীড়িত ওই ছাত্রী কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে উক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করে।

এরপর ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নীতিমালা, ২০০৮’ অনুযায়ী গঠিত কমিটি বিষয়টি দীর্ঘদিন তদন্ত করে। কমিটির নিকট যৌন হয়রানির আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তদন্ত কমিটির ওই রিপোর্ট গত বুধবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৯২তম সভায় উপস্থাপন করা হয়।

এ প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষক প্রফেসর ড. মো. শরীফ উদ্দিনের কৃত অপরাধের ধরন, গুরুত্ব ও মাত্রা বিবেচনায় রেখে তার নৈতিক অসচ্চরিত্রতার দায়ে বিশ্ববিদ্যালয় থেকে তাকে চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিন্ডিকেটের এ সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার ওই শিক্ষককে চাকুরিচ্যুত করার আদেশ জারি করা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত