জাবির প্রশাসনিক ভবন অবরোধে শিক্ষার্থীরা

প্রকাশ : ৩১ জুলাই ২০১৭, ১৬:১০

জাগরণীয়া ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ভবন ভাংচুরের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলা প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

৩১ জুলাই (সোমবার) সকাল সাড়ে ৮টা থেকে তারা পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু করেন।

ছাত্র ইউনিয়নের জাবি শাখা সভাপতি ইমরান নাদিম জানান, ১৫ জুলাই (শনিবার) ছাত্ররা মামলা প্রত্যাহারের দাবিতে অনশনে গেলে প্রশাসন সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারে আশ্বাস দেয়। দুই সপ্তাহ পার হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মামলা প্রত্যাহার বিষয়ে কোনো সুরাহা হওয়ার আগ পর্যন্ত এ অবরোধ চলবে বলেও জানান তিনি। কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ২৬ মে ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর উপাচার্য ভবনে ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রশাসন ৫৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করে। গ্রেপ্তার হয় ৪২ শিক্ষার্থী। পরে তারা জামিন পায়। মামলা প্রত্যাহারের দাবিতে ১৫ জুলাই অনশনে যায় আট শিক্ষার্থী। এর তৃতীয় দিনে উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়ে অনশন ভাঙান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত