ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হলো জাপানিজ স্টাডিজ বিভাগ

প্রকাশ : ১৪ জুলাই ২০১৭, ১৬:১৬

জাগরণীয়া ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোলা হলো নতুন একটি বিভাগ। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নতুন বিভাগটির নাম ‘জাপানিজ স্টাডিজ বিভাগ’।

১২ জুলাই (বুধবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই বিভাগের প্রকল্প পরিচালক ও চেয়ারম্যান হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাতকে নিযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক জাপানিজ স্টাডিজ বিভাগের প্রধান হিসেবে ড. আবুল বারকাতকে নিযুক্ত করেন বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত