আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম

প্রকাশ : ১৪ জুন ২০১৭, ১৮:০৭

জাগরণীয়া ডেস্ক

আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম এবং মোট ফল উৎপাদনে বিশ্বে ২৮তম স্থানে রয়েছে। ফুড এন্ড এগ্রিকালচারের (এফএও) প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে বলে জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়।

১৪ জুন (বুধবার) সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। দশম জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এটি ছিল ২৩তম বৈঠক।

কমিটির সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, মো. আব্দুর রাজ্জাক, মো. মামুনুর রশীদ কিরন, মো. নূরুল ইসলাম ওমর এবং এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭’ পরীক্ষাপূর্বক রির্পোট প্রস্তুতকরণ ও পুষ্টির চাহিদা পূরণে এবং বাণিজ্যিকভাবে বাংলাদেশে বিদেশি ফল চাষের সম্ভাবনার ওপর আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত