শেভরনের ব্যবসা হাতবদল হচ্ছে হিমালয় এনার্জির সাথে

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৭, ০১:৩১

জাগরণীয়া ডেস্ক

চীনের হিমালয় এনার্জি কোম্পানি লিমিটেডের হাতে ব্যবসা ছেড়ে দিয়ে বাংলাদেশ ছাড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম তেল-গ্যাস কোম্পানি শেভরন।

২৪ এপ্রিল (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেভরন করপোরেশন বাংলাদেশে তাদের সব সম্পদ বিক্রি করে দেওয়ার বিষয়ে হিমালয় এনার্জির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে। 

তবে কত টাকায় এই ব্যবসা হাতবদল হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। এই চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশের তিনটি ব্লকে বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের দায়িত্ব চলে যাচ্ছে হিমালয় এনার্জির হাতে। 

বাংলাদেশের প্রতিদিনের গ্যাস সরবরাহের অর্ধেকের বেশি ওই তিনটি ক্ষেত্র থেকেই আসে। গত দুই বছরে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় শেভরন বাংলাদেশের তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল সংবাদমাধ্যমে।  

এর মধ্যে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানি জানায়, ২০১৭ সালে প্রায় হাজার কোটি ডলারের সম্পদ তারা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত