রানা প্লাজার ৪২ শতাংশ শ্রমিক এখনো বেকার

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৭, ১৫:০৯

জাগরণীয়া ডেস্ক

বেসরকারি সংস্থা অ্যাকশন এইড জানিয়েছে, রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের এখনো ৪২ দশমিক ৪ শতাংশ বেকার রয়েছে। ৪৮ শতাংশ শারীরিক এবং ৩৩ দশমিক ৪ শতাংশ শ্রমিক এখনো মানসিকভাবে অসুস্থ।

২২ এপ্রিল (শনিবার) ব্র্যাক ইন সেন্টারে ‘অবিস্মরণীয় অমার্জনীয় : রানা প্লাজা’ শিরোনামে এক জরিপে সংস্থাটি এ সব তথ্য উপস্থাপন করে।

সংস্থাটি বলছে, রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে ৪২ দশমিক ৪ শতাংশ বেকার থাকার মূল কারণ ৪৮ শতাংশ শারীরিক ও ৩৩ দশমিক ৪ শতাংশ মানসিক দুর্বলতা।

অ্যাকশন এইড ১ হাজার ৪০৩ জন আহত শ্রমিক ও ৬০৭ জন মৃত শ্রমিকের পরিবারের ওপর এ জরিপ পরিচালনা করে।

এর আগে ২০১৬ সালের এপ্রিলে প্রকাশিত অ্যাকশন এইডের গবেষণা প্রতিবেদনে ৪৮ শতাংশ শ্রমিকের বেকারত্বের কথা জানানো হয়েছিল। আর আহত শ্রমিকদের ৫৯ শতাংশ মানসিক সমস্যার কথা বলা হয়েছিল। তখন আহত ২১ থেকে ৩০ বছর বয়সী এক হাজার ৩০০ শ্রমিকের ওপর জরিপ চালায় সংস্থাটি।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে আট তলা রানা প্লাজা ধসে শিল্পক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এতে নিহত হন এক হাজার ১৩৫ জন, আহত হন হাজার খানেক শ্রমিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত