বিএসইসি এর নতুন ভবন উদ্বোধন

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৭, ১৪:৪২

অনলাইন ডেস্ক

রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনির্মিত ১০ তলা ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকালে ফলক উন্মোচন করে বিএসইসির নতুন অফিস ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৩ সালের ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

৬০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব এই অফিস ভবন নির্মাণ করেছে দেশের স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বিএসইসি ভবন প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি এসইসি’র কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।