চীন থেকে কেনা হচ্ছে রেলওয়ের ২০০ কোচ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ০২:০০

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশ রেলওয়ের জন্য চীন থেকে আরও ২শ’ কোচ কেনা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার ( অক্টোবর ০৪) একনেক এর সভায় এই কোচ কিনার বিষয়টি অনুমোদন দেয়া হয়।

কোচগুলো কিনতে ৯২৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয় হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

২০০টি কোচের মধ্যে থাকবে ২৮টি এমজি স্টেইনলেস স্টিল এয়ার কন্ডিশন স্লিপার কোচ, ৩৬টি এমজি স্টেইনলেস স্টিল এয়ার কন্ডিশন চেয়ার কার এবং ৯৬টি শোভন ক্যারেজ। এছাড়া ২৬টি গার্ড ব্রেকসহ ১৫টি পাওয়ার কার সংগ্রহ করারও উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

আগামী ২০২০ সালের মধ্যে কোচগুলো সংযুক্ত হবে রেলওয়ের বহরে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত