অনলাইনের আওতায় ৮৭ শতাংশ ব্যাংক শাখা

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৬

জাগরণীয়া ডেস্ক

গ্রাহকদের চাহিদা বিবেচনায় বেসরকারি ও বিদেশি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলোতেও দ্রুত প্রসার হচ্ছে অনলাইন ব্যাংকিং সেবা। গত জুন পর্যন্ত ব্যাংকগুলোর মোট শাখা ১০ হাজার ৫৮টি।

বেসরকারি ব্যাংকগুলোর ৪ হাজার ৮৮২টি শাখার ৯৬ দশমিক ৫৪ শতাংশ অনলাইন সেবা দিচ্ছে। রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ৩ হাজার ৬৯৬ শাখার মধ্যে ২৬টি ছাড়া সবই এখন অনলাইনের আওতায় এসেছে। এর মধ্যে বিদেশি ব্যাংকগুলোর ৬৮ শাখার সবই অনলাইনের আওতায়। 

 আর বিশেষায়িত দুই ব্যাংকের এক হাজার ৪১২টি শাখার মধ্যে ৩৩৫টিতে অনলাইন সেবা মিলছে।

বাংলাদেশ ব্যাংকের গত জুন ভিত্তিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এক বছর আগে যা ৭৫ দশমিক ৪৪ শতাংশ ছিল, এখন তা বেড়ে ৮৭ শমিক ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। 

ব্যাংকগুলোর অনলাইন শাখা দ্রুত প্রসার হলেও ইন্টারনেট ব্যাংকিং এখনও সেভাবে বাড়েনি। বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো পুরোপুরি এ সেবার বাইরে রয়েছে। ফলে মোট ৯ কোটি ৭৭ লাখ ব্যাংক অ্যাকাউন্টের মাত্র ২ দশমিক ১৯ শতাংশ এখন ইন্টারনেট ব্যাংকিং সেবার আওতায় এসেছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত