স্বর্ণের ভরি প্রতি ১১৬৬ টাকা কমেছে

প্রকাশ : ০৬ আগস্ট ২০১৮, ১৩:৩০

জাগরণীয়া ডেস্ক

ভরি প্রতি ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

৫ আগস্ট (রবিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে জানান হয়, সোমবার থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে।

এর আগে গত ২০ জুলাই স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ৪৭২ টাকা দরে। ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতেও একই পরিমাণে দাম কমেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত