চূড়ান্ত হচ্ছে ‘বিদেশে বিনিয়োগ নীতিমালা’

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০১৮, ১৯:৫৮

অনলাইন ডেস্ক

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ‘বিদেশে বিনিয়োগ নীতিমালার’ খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। 

শুধুমাত্র রপ্তানিকারকদের এ সুবিধা দিয়ে খসড়া চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। খসড়ার নীতিমালার বিধিবিধানের মধ্যে রয়েছে - আগ্রহী কোম্পানির রপ্তানি প্রত্যাবাসন কোটার হিসাব থাকতে হবে এবং তাতে পর্যাপ্ত অর্থ থাকতে হবে। রপ্তানিকারকেরা তাদের পাঁচ বছরের গড় রপ্তানি আয়ের ২০ শতাংশ অথবা সর্বশেষ নিরীক্ষিত স্থিতিপত্রে (ব্যালান্স শিট) থাকা মোট সম্পদের ২৫ শতাংশের সমপরিমাণ অর্থ বিদেশে নেয়ার জন্য আবেদন করতে পারবে ইত্যাদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আগামী গভর্নিং বোর্ডের সভায় এ নীতিমালা অনুমোদন দেয়া হতে পারে।