রোহিঙ্গাদের জন্য অর্থ দিতে চায় এডিবি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৭, ১৬:০৭

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমারে সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ৬ নভেম্বর (সোমবার) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে এমন আগ্রহের কথা জানান এডিবির দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক হুম কিম।

তিনি বলেন, বাংলাদেশ সরকার চাইলে দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তা করতে প্রস্তুত আছে এডিবি। কিন্তু এডিবি যেহেতু ব্যাংক তাই এডিবি সরাসরি অনুদান দিতে পারে না। তবে একটি পন্থা বের বের করে রোহিঙ্গাদের অনুদানই দেওয়া হবে বলে জানান তিনি।

হুম কিম জানান, আগামী ৫ বছরে বাংলাদেশে ৮ বিলিয়ন ডলার বা ৮০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এডিবি। বৈঠকে উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রাকাশ।

উল্লেখ, সাম্প্রতিককালে মিয়ানমার সরকারের প্রতিহিংসার শিকার হয়ে সেখান থেকে ৬ লাখ ২২ হাজারেরও বেশি সে দেশের নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে। ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে আরও প্রায় ৫ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে।

রোহিঙ্গাবিরোধী মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে জাতিসংঘ ‘জাতিগত নিধন’ হিসাবে চিহ্নিত করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত