একটি বাড়ি একটি খামার প্রকল্পে ঋণ বিতরণ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৭, ১৫:২১

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’র আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গ্রাম উন্নয়ন সমিতির সুবিধাভোগী ৪১২ জনের মাঝে ৪৫ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

২৩ অক্টোবর (সোমবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ গোলাম রাব্বানী।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নূরুন নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়নের ১৯২টি গ্রাম উন্নয়ন সমিতির ৪১৬৪ জন পুরুষ এবং ৬২৪৬ জন নারী সদস্যসহ মোট ১০,৪১০ জন ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পে’ অন্তর্ভুক্ত রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত