ইউনিট প্রতি ৯৮ পয়সায় বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৩

জাগরণীয়া ডেস্ক

বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ইউনিট প্রতি ৯৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি। অপরদিকে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরী মূল্যায়ন কমিটি গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের দাম ১০.৬৫ শতাংশ বা ৭২ পয়সা বাড়ানোর প্রস্তাব করে।

দাম বাড়ানো নিয়ে দ্বিতীয় দিনের গণশুনানিতে, ২৬ সেপ্টেম্বর (রবিবার) এই প্রস্তাব তুলে ধরা হয়।

ব্যাটারি চালতি যানবাহনের ক্ষেত্রে নতুন ট্যারিফও মঙ্গলবার ঘোষণা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে এই গণশুনানি চলছে।

শুরুতে দাম বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে বোর্ড। এনার্জি রেগুলেটরি কমিশনের মূল্যায়ন কমিটি ঠিক করে ৫৭ পয়সা। তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে ক্যাব। গণশুনানি চলবে ৪ অক্টোবর পর্যন্ত এরপর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করার কথা। 

এর আগে ২৫ সেপ্টেম্বর (সোমবার) বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে ১৫ ভাগ বাড়ানোর প্রস্তাব করা হয়। এছাড়াও গণশুনানির আজকের অধিবেশনে ডিমান্ত চার্জ ও সার্ভিজ চার্জ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। 

বহুতল ফ্লাট বাড়ির ও আবাসিক সমিতির মাধ্যমে পরিচালিত আবশ্যিক ভবন সমূহের জন্য পৃথক ট্যারিফ রেটের-ও প্রস্তাব করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত