এই মাসেই আসছে নতুন মুদ্রানীতি

প্রকাশ : ১২ জুলাই ২০১৭, ২১:২০

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশ ব্যাংক (বিবি) চলতি মাসের শেষ নাগাদ ২০১৭-১৮ অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান জানান, আমরা এ মাসের শেষ নাগাদ চলতি অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছি।

তিনি বলেন, বিবি এর আগে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মুদ্রানীতি আরো কার্যকর করতে অর্থনীতিবিদসহ স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করবে।

তিনি বলেন, ইতোমধ্যেই স্টেকহোল্ডারদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব আসছে। আমরা এ সকল প্রস্তাব পর্যালোচনা করে মুদ্রানীতি চূড়ান্ত করব।

রাজি হাসান বলেন, নতুন মুদ্রানীতিতে বিগত বছরের মত সরকারের জন্য ঋণ নেয়ার প্রভিশন থাকবে।

বাংলাদেশ ব্যাংক বিদায়ী অর্থবছরের শেষার্ধের মুদ্রানীতি গত ২৯ জানুয়ারি ঘোষনা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত