কবিতা
সবকিছুই এড়ানো যেতো
প্রকাশ : ১২ মে ২০১৭, ১৬:৪০

তোমার দোষেই তুমি ধর্ষিত!
যা কিছু হয়েছে সব কিছু এড়ানো যেতো,
যদি তুমি নিজের ব্যাপারে আরেকটু দায়িত্বশীল হতে!
তোমার দোষেই তুমি লাঞ্ছিত!
যা কিছু হয়েছে সব কিছু এড়ানো যেতো,
যদি তুমি বোরকা কিংবা জিন্স না পরতে।
রিকশা-বাস-ট্রেন কিংবা ট্যাক্সিতে না চড়তে।
তুমি নিজেকে রক্ষা করতে পারতে,
যদি তুমি কৃশকায় কিংবা স্থূলকায় না হতে,
কালো, সংকর কিংবা সাদা না হতে।
তোমার কোনো ক্ষতি হত না,
যদি তুমি লম্বা কিংবা খাটো,
সুস্থ, প্রতিবন্ধী কিংবা পাগল না হতে।
যা কিছু হয়েছে সবকিছু এড়ানো যেতো,
যদি তুমি শিশু-কিশোরী-যুবতী কিংবা বৃদ্ধা না হতে,
বিবাহিত, ডিভোর্সি কিংবা অবিবাহিত না হতে,
ধনীর দুলালী কিংবা গরীবের ছেমরি না হতে।
যদি তুমি নাস্তিক বা আস্তিক না হতে,
পাহাড়ি কিংবা সমতলের না হতে,
বাঙালি কিংবা আদিবাসী না হতে।
যা কিছু হয়েছে সব কিছু হয়ত এড়ানো যেতো,
যদি তুমি বাড়ির ভেতর কিংবা বাহিরে থাকতে,
স্কুল-কলেজ-মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয়ে না যেতে,
ডাক্তার-নার্স-পুলিশ-সরকারি আমলা কিংবা গৃহিণী না হতে।
কাজের সন্ধানে কর্পোরেট অফিস কিংবা কারখানায় না যেতে।
হয়ত সব কিছু এড়ানো যেতো,
যদি তুমি আমেরিকান, কিংবা আফ্রিকান না হতে,
পৃথিবীর উত্তর কিংবা দক্ষিণ মেরুর না হতে।
যা কিছু হয়েছে সব কিছু এড়ানো যেতো।
সব কিছু এড়ানো যেতো,
যদি তুমি বিংশ কিংবা একবিংশ শতকে না জন্মাতে,
যদি তুমি আইয়ামে জাহেলিয়াত,
রাজতন্ত্র- স্বৈরতন্ত্র কিংবা গণতন্ত্রের কালে না জন্মাতে।
বিশ্বাস কর,
সব কিছু এড়ানো যেতো,
সব কিছু এড়ানো যেতো মেয়ে,
তুমি যদি মেয়ে না হয়ে পুরুষ হয়ে জন্মাতে!
- ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার চাই
- পাহাড়ি কন্যা শিলং (১ম পর্ব)
- নারী কোটা বনাম নারী আসন
- মানুষের দুঃখ আমি দেখিয়াছি (এক)
- স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
- ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
- আপোস শর্তে মডেল কাজী আসিফের জামিন
- খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন
- অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- টি-টোয়েন্টিতে সালমা, ওয়ানডের জন্য রুমানা
- শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড ভারতে
- ৯ দিন ধরে নিখোঁজ সঙ্গীত শিক্ষক মনিকা
- বনমালী তুমি পরজনমে হইও রাধা
- নারী কোটা বনাম নারী আসন
- বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
- সামির বিরুদ্ধে এবার অর্থপাচারের অভিযোগ হাসিনের
- হালদা’র মাছ বাঁচবে তো?
- পাহাড়ি কন্যা শিলং (১ম পর্ব)
- প্রতিবাদের রাজনীতি
- প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরবর্তী পরীক্ষা ৪ মে