ইয়োর এক্সিলেন্সি

প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৭, ২২:৩০

সৈকত আমিন

ইয়োর এক্সিলেন্সি, 
নূর হোসেনের লাশ থেকে গণতন্ত্র পচা গন্ধ বেরুচ্ছে,
লাশে ফর্মালিন দিন অথবা কিছু উন্নয়নের ব্লিচিং পাউডার ছিটান।

ইয়োর এক্সিলেন্সি,
আসাদের শার্ট দিয়ে শফীর মূত্র সাফ করছে কওমি মাস্টার্স পাশ গেলমান, তাকে ঠ্যাকান।
ও হ্যাঁ! শফী মানে তেঁতুলবৃক্ষ, নারী মানে জাহানারা ইমাম, তারামন বিবি, রোকেয়া বা সুফিয়া ও তনু মানে হুজুরের গাল লক লক করছে।
ভুলেই গিয়েছিলাম তনু!

ইয়োর এক্সিলেন্সি,
৫৫০ কোটি ডলারের কেনা অস্ত্র থেকে তনুর মাকেও একটি দিন, 
যাতে অস্ত্রের মুখামুখি দাঁড়িয়েও সে সন্তান হত্যার বিচার চাইতে পারে।

ইয়োর এক্সিলেন্সি,
ক্লিনার ডাকুন,
পথে এখনো চকচক করছে অভিজিতের রক্ত, আমি বই মেলায় ঢুকতে পারছি না।
আমায় পৃথিবীর সবচেয়ে দামী ইরেজার দিন,
মানচিত্র আঁকড়ে ধরে ঝুলে আছে ফেলানি,
আমি কিছুতেই তাকে মুছতে পারছি না।
আমায় ১৬ কোটি চেতনা নাশক দিন,
আমি চেয়েও কল্পনা চাকমার মিসিং রিপোর্ট ভুলতে পারছি না।

ইয়োর এক্সিলেন্সি,
স্টকহোম সিন্ড্রোমে ভুগছে আমাদের স্বাধীনতা,
পতাকায় জিম্মি সে খুঁজে নিয়েছে আশ্রয়,
তাকে বের করে আনুন, ছড়িয়ে দিন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে, ছোঁয়াচে করে দিন প্রতিটি মাতার হৃদয়ে,
যেখানে জনক ও জাতক ছোঁয়।

ইয়োর এক্সিলেন্সি,
রাষ্ট্র আজ হিস্টিরিয়ায় আক্রান্ত এক বিভ্রান্ত পথিক,
তাকে তার জন্মের ইতিহাস জিজ্ঞেস করুন,
জিজ্ঞেস করুন তার মায়ের প্রসব বেদনা নিয়ে ৯ মাস কনসেন্ট্রেশন ক্যাম্পের জীবনের কথা,
তাকে চিকিৎসা করান।

ইয়োর এক্সিলেন্সি,
কলমের কালি প্রায় শেষ,
আপনি কি শুনতে পাচ্ছেন?
পাচ্ছেন!
আপনারা কেউ কি পাচ্ছেন!
না পেলে চলুন গান গাই,
'শরৎ বাবু এ চিঠি পাবে কিনা জানি না... খোলা চিঠি দিলাম তোমার কাছে'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত