বাঙালির প্রাণের মেলার আজ শেষ দিন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০১

জাগরণীয়া ডেস্ক

অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন আজ। শেষ মুহূর্তে আড্ডা-কেনা-বেচা নিয়ে ব্যস্ত সবাই। 

২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শেষ দিন মেলা শুরু হলো সকাল ১১টায়, চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

আজকের আয়োজনে বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে বহুত্ববাদী সমাজ ও ফোকলোর শীর্ষক আলোচনার অনুষ্ঠিত হবে। প্রবন্ধ উপস্থাপন করবেন শাহিদা খাতুন। ড. ফিরোজ মাহমুদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন- সৈয়দ জামিল আহমেদ এবং বিবি রাসেল। সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার ২০১৭-এর সমাপনী অনুষ্ঠান। 

অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ প্রদান করবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

গ্রন্থমেলার প্রতিবেদন উপস্থাপন করবেন অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-এর সদস্য-সচিব ড.জালাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো.ইব্রাহীম হোসেন খান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত