অণুগল্প: বুড়াদা

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫১

বিন্দিতা সিনহা

পাড়ায় খুব সুনাম তার, খুব নামডাক ওনার! সবাই ওনাকে সমীহ করে চলে… সম্মান দেয়, হাসি বিনিময় করে সবাই।

আজ পর্যন্ত ওনার ডাকনাম জানি শুধু, ‘বুড়াদা', পাড়ার লোকেরা ‘বুড়াদা’, 'বুড়াকাকু', ‘বুড়া’ বলে সম্বোধন করে বয়স, জাতি, ধর্ম ও লিঙ্গ নির্বিশেষে। আজ পর্যন্ত ওনার ব্যপারে কেউ খারাপ কথা বলেনি সরাসরি। প্রচুর টাকাপয়সা, সরকারি চাকুরী করেন, ভগবানের প্রতি অগাধ ভক্তি ও শ্রদ্ধা। ইদানিং যেন ভক্তিভাবটা বেশি বেড়েছে, ভোরবেলায় ফুল কুড়ান, শীতকালে ঝরে পড়া শেফালী ফুলগুলো ওনার সুন্দর ফুলের ঝুড়িটাকে আরও সুন্দর করে তোলে।

সকাল সন্ধ্যা ওনার ভাঙ্গা গলার আরতি পড়শীদের নিকটে ওনাকে আরও আদর্শ পুরুষ হিসাবে প্রতিষ্ঠিত করে তোলে।

আমাদের সমাজে ওনার খুব নামডাক, সমাজসেবার জন্যে মুক্তহস্তে অর্থ দান করেন।

সবার সেবা করার এক জবরদস্তি প্রয়াস অনায়াসেই লোকচোখে ধুলো দিয়ে যায়…

বুড়াদা ছোট ছোট মেয়েদের খুব ভালোবাসেন, খুব আদর করেন, খেলাধুলা করেন ও সময় কাটান ওদের সাথে…লুকোচুরি হলো ওনার প্রিয় খেলা এবং সময় পেলেই তিনি খেলেন! তাই তো আমি যখন ছোট ছিলাম তখন অনেক খেলেছেন তিনি…খেলার ছুতোয় বন্ধ অন্ধকার কামরায় তিনি কত আদর করেছেন…!

এখনো তিনি খেলেন…ছোট ছোট মেয়েদের সঙ্গে। কেনই বা খেলবেন না? ছোট ছোট মেয়েদের যে খুব ভালোবাসেন… বুড়াদা!!!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত