পথে পথে চট্টগ্রাম উদীচীর ভাষা অভিযাত্রা

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৫

জাগরণীয়া ডেস্ক

ভাষা অভিযাত্রা কর্মসূচি পালন করেছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ।

নগরীর চেরাগি মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত ইংরেজিতে লেখা সাইনবোর্ড নামিয়ে বাংলায় লেখার জন্য বিভিন্ন বাণিজ্যিক ও ব্যবসা প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করা হয়। দোকানে-প্রতিষ্ঠানে বিতরণ করা হয় সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি সম্বলিত প্রচারপত্র। 

উদীচীর চট্টগ্রাম জেলা সংসদের সহ সাধারণ সম্পাদক জয় সেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ডা. চন্দন দাশ এবং উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তা। 

বক্তব্যে চন্দন দাশ বলেন, সর্বস্তরে বাংলা ভাষা চালুর জন্য আমরা উদীচী শিল্পীগোষ্ঠী মাঠে নেমেছি। রক্ত দিয়ে যে মাতৃভাষার স্বীকৃতি আমরা পেয়েছি সেই ভাষার মর্যাদা রক্ষার জন্য আমাদের মাঠে নামতে হচ্ছে এটা গ্লানির বিষয়। অথচ পৃথিবীর বুকে প্রথম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছিল বাংলা। তারপরও বাংলা ভাষা সর্বস্তরে চালু হয়নি। 

তিনি আরো বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, চট্টগ্রামে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি অফিসে, দোকানে ইংরেজিতে সাইনবোর্ড লেখা আছে সেগুলো নামিয়ে ফেলুন। বাংলায় সাইনবোর্ড লিখুন। প্রয়োজনে বাংলার নিচে ছোট করে ইংরেজিতে লিখুন।’

শীলা দাশগুপ্তা বলেন, ‘সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের আন্দোলন এখনই জোরদার করতে হবে। বাংলা ভাষার বিকৃতি রোধ করতে হবে। শুদ্ধ বানানে বাংলা লিখতে হবে।  না হলে একদিন বাংলা ভাষা হারিয়ে যাবে। ইংরেজি মাধ্যমের স্কুল-কলেজে বাংলা পড়ানো হয় না। সেখানে বাংলা পড়াতে হবে।’

এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী রবীন দে, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ সভাপতি সুনীল ধর, সংস্কৃতিকর্মী শরীফ চৌহান, সংস্কৃতিকর্মী হাবিব বিপ্লব, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ ও রুবেল দাশ প্রিন্স এবং শিক্ষিকা সালমা জাহান মিলি প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত