ছায়ানটে রবীন্দ্রসঙ্গীত গাইবেন শামা-তূর্য

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫২

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর শংকরে অবস্থিত ছায়ানট মিলনায়তনে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন শামা রহমান ও মোস্তাফিজুর রহমান তূর্য। আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় শুরু হবে নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’। 

দেশে ও বিদেশের বহু মঞ্চে সংগীত পরিবেশ করা শামা রহমানের ১৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষে ইউনেসকোর উদ্যোগে তার ৯টি অ্যালবাম ২০১১ সালে প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে উন্মোচিত হয়। 

বর্তমানে ছায়ানটেই শিক্ষক হিসেবে নিযুক্ত মোস্তাফিজুর রহমান তূর্য মায়ের অনুপ্রেরণায় গানের চর্চা শুরু করেন ছেলেবেলায়। প্রথম গুরু প্রদীপ দাশ। ২০০৯ সালে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলনের প্রতিযোগিতায় সাধারণ বিভাগে ১ম মান অর্জন। বর্তমানে অসিত দের কাছে উচ্চাঙ্গসঙ্গীতে তালিম নিচ্ছেন। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও প্রাইভেট টেলিভিশন চ্যানেল গুলোতে গান পরিবেশন করে থাকেন।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত