বকুলতলায় দিনব্যাপী রুদ্র মেলা অনুষ্ঠিত

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৮, ১৮:২৫

জাগরণীয়া ডেস্ক

বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল চত্বরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ১৭তম রুদ্র মেলা।

২৯ এপ্রিল (রবিবার) সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বৈশাখি ঝড়ে মেলা পণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয়। অবশেষে ২ ঘন্টা বিরতি দিয়ে বেলা ১১টায় শুরু হয় মেলা। ‘ভাষার কসম খেয়ে আমরা দাঁড়াবো ঘিরে/ আমাদের মাতৃভূমি জল অরণ্য জমিন’ প্রতিপাদ্যকে ধারণ করে এবারের মেলার উদ্বোসধন করেন সংস্কৃতিজন ও নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এর আগে রুদ্র মেলায় নানা ভাবে জড়িত ছিলাম। তবে উদ্বোধন করছি এই প্রথম। যা আমার জন্য সম্মানের। বাংলাদেশের বর্তমান তারুণ্যকে বুঝতে রুদ্রকে উপলব্ধি করা এখন ভীষণ প্রয়োজন। খুব প্রয়োজন এই মেলার বিস্তৃতির।

১ বছর বিরতির পর এবারের মেলায় একক গান, দলীয় এবং বাউল গান ছিল। একক গান করেন মুক্তিযোদ্ধা শিল্পী রফিকুল আলম, মহিউদ্দিন আলম ময়না, শিমূল সাহা প্রমুখ শিল্পী। ৬টি দলীয় সঙ্গীত ৪টি বাউল সংগীত ছিল মেলায়। ১৫ টি আবৃত্তি দল মেলায় আবৃত্তিতে অংশ নেয়। এর মধ্যে রয়েছে স্বনন, প্রকাশ প্রভৃতি দল। এছাড়া ৩টি নাচের দল মেলার অনুষ্ঠানে অংশ নেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত