এক বছরে প্রাঙ্গণেমোর

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০১৭, ১৬:২৯

অনলাইন ডেস্ক

এ বছর ১টি নতুন নাটক, ৩টি নাট্যোৎসব ও নিয়মিত নাটক মঞ্চায়নসহ বিভিন্ন কার্যক্রমে সারা বছর ব্যস্ত ছিলো প্রাঙ্গণেমোর। ২০১৭ সালের দলীয় কার্যক্রমের বিভিন্ন খতিয়ান নিচে দেওয়া হলো-
 
নতুন প্রযোজনা ১টি
নাট্য উৎসব আয়োজন ৩টি
প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৭ (১০ হইতে ১৮ মার্চ)
প্রাঙ্গণেমোর নাট্যসপ্তাহ ২০১৭ (১২অক্টোবর হইতে ১৮ অক্টোবর)
প্রাঙ্গণেমোর বাংলাদেশ নাট্যোৎসব ২০১৭, কলকাতা (৩ নভেম্বর থেকে ৮ নভেম্বর)
খালেদ খান যুবরাজ বছরের সেরা নাটক ২০১৬ প্রদান
সেমিনার আয়োজন
মোট প্রদর্শনী ৪৩টি
নিয়মিত প্রদর্শনী (নিজস্ব ব্যাবস্থাপনায়) ২৬টি 
দেশে ১৯টি 
দেশের বাইরে ৭টি
মোট কল শো ১৭টি
ঢাকায় কল শো ৫টি
ঢাকার বাইরে কল শো ১০টি 
দেশের বাইরে কল শো ২টি
বন্ধু সদস্য কার্যক্রম ও বন্ধু আড্ডা
রবীন্দ্র জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন
জুন মাসকে বিশেষ সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করে কার্যক্রম পরিচালনা
আই ডি কার্ড বিতরণ
তৃতীয় ব্যাচের ১০ বছর পুর্তি উদ্যাপন
নতুন প্রযোজনার প্রস্তুতি
মোট কার্যদিবস
 
নতুন প্রযোজনা ১টি
“দাঁড়াও জন্ম যদি তব বঙ্গে”
রচনা- অপূর্ব কুমার কুন্ডু
নির্দেশনা- অনন্ত হিরা
উদ্বোধনী প্রদর্শনী- ২৬ ফেব্রুয়ারি, পরীক্ষণ থিয়েটার হল।
 
নাট্যোৎসব আয়োজন ৩টি 
১. প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৭ (১০ হতে ১৮ মার্চ)
অংশগ্রহণে- দেশের বাইরে ৪টি ও দেশের ৫টি উল্যেখযোগ্য প্রযোজনা
খালেদ খান যুবরাজ বছরের সেরা নাটক ২০১৬ প্রদান (১৮ মার্চ, জাতীয় নাট্যশালা)
 
২. প্রাঙ্গণেমোর নাট্যসপ্তাহ ২০১৭ (১২ হতে ১৮ অক্টোবর)
(নিজস্ব ১২টি প্রযোজনা থেকে ৭টি প্রযোজনা নিয়ে আয়োজনটি করা হয় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে)।
 
৩. প্রাঙ্গণেমোর বাংলাদেশ নাট্যোৎসব ২০১৭, কলকাতা (৩ থেকে ৮ নভেম্বর)
এই প্রথম বাংলা নাটকে নিজস্ব ৭টি উল্যেখযোগ্য প্রযোজনা নিয়ে দেশের বাইরে নাট্যেৎসব আয়োজন
(সত্যজিৎ রায় অডিটোরিয়াম (আই সি সি আর), হোচিমিন স্মরণী, কলকাতা)।
 
সেমিনার আয়োজন: (৫ নভেম্বর, সত্যজিৎ রায় অডিটোরিয়াম (আই সি সি আর), হোচিমিন স্মরণী, কলকাতা)।
বিষয়: কেমন ছিল, 
কেমন আছে, 
কেমন দেখতে চাই,
দুই বাংলার নাট্য সংস্কৃতির আদান প্রদান।
 
বিষয় উপস্থাপন: গোলাম কুদ্দুছ ও বিভাস চক্রবর্তী।
আলোচক: প্রকাশ ভট্রাচার্য্য, দিলীপ দত্ত, দেবেশ চট্রোপাধ্যায়, আশিষ গোস্বামী, মোহিত বন্ধু অধিকারী, কিশোর সেনগুপ্ত, অভিক ভট্রাচার্য্য ও অংশুমান ভৌমিক।
সঞ্চালক: অনন্ত হিরা।
 
মোট প্রদর্শনী: ৪৩টি
নিয়মিত প্রদর্শনী (নিজস্ব ব্যবস্থাপনায়) ২৬টি 
দেশে ১৯টি 
দেশের বাইরে ৭টি
মোট কল শো ১৭টি
ঢাকায় কল শো ৫টি
ঢাকার বাইরে কল শো ১০টি 
দেশের বাইরে কল শো ২টি
বন্ধু সদস্য কার্যক্রম ও বন্ধু আড্ডা
দলের সব সদস্য ও বন্ধু সদস্যদেরকে নিয়ে প্রাঙ্গণেমোর প্রতি বছর ১টি মিলনমেলার আয়োজন করে যা অনুষ্ঠিত হয় ১৩ ফেব্রুয়ারি, স্টুডিও থিয়েটার হলে
 
রবীন্দ্র জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
৬ মে দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও ৭ মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে “শ্যামা প্রেম” নাটকের ১টি বিশেষ প্রদর্শনী করা হয়।
 
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী পালন
২৮ সেপ্টেম্বর সৈয়দ শামসুল হকের ১ম মৃত্যবার্ষিকী উপলক্ষে তাঁর উপর নির্মিত ১টি বিশেষ তথ্যচিত্র ও তাঁর রচিত নাটক “ঈর্ষা”র বিশেষ প্রদর্শনী করা হয়।
 
জুন মাসকে বিশেষ সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করে কার্যক্রম পরিচালনা
পুরো জুন মাস জুড়ে দলের আভ্যন্তরীণ সাংগাঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়।
 
সেহরী ও ইফতার পার্টি আয়োজন
১৫ জুন সারারাত কাজ করে সেহরীর আয়োজন করা হয় এবং ১৬ জুন ইফতার পার্টির আয়োজন করা হয়।
 
আইডি কার্ড বিতরণ
দলের সদস্যদের জন্য আইডি কার্ড তৈরী করা হয় এবং ১৬ জুন বিতরণ করা হয়।
 
তৃতীয় ব্যাচের ১০ বছর পুর্তি
দলের ৩য় ব্যাচের সদস্যদের উদ্যোগে দলে তাঁদের ১০ বছর পুর্তি উৎসব আয়োজন করে ৩য় ব্যাচের সদস্যরা। ঐ আনন্দ আয়োজনে দলের সকল সদস্য উপস্থিত থেকে আয়োজনটি উপভোগ করে।
 
নতুন প্রযোজনার প্রস্তুতি
৮ আগস্ট সাকুর মজিদ রচিত “হাছন জানের রাজা” নাটকটির ১ম পাঠ অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয়ে এবং নাটক পাঠ শেষে নাট্যকার নাটকটির পান্ডুলিপি নির্দেশক অনন্ত হিরার হাতে তুলে দেন।
 
মোট কার্যদিবস
সার্বিকভাবে ২০১৭ সালের ৩৬৫ দিনই থিয়েটার সংক্রান্ত কাজের সাথে যুক্ত থেকেছে প্রাঙ্গণেমোর।
 
নিয়মিত প্রদর্শনী (নিজস্ব ব্যবস্থাপনায়) দেশে : ১৯টি 
০১ দাঁড়াও জন্ম যদি তব বঙ্গে, ২৪ জানুয়ারি, স্টুডিও থিয়েটার, ঢাকা
০২ দাঁড়াও জন্ম যদি তব বঙ্গে, ২৬ জানুয়ারি, পরীক্ষন থিয়েটার
০৩ আমি ও রবীন্দ্রনাথ, ১১ মার্চ, জাতীয় নাট্যশালা, মূল হল
০৪ শেষের কবিতা, ৩ মে, পরীক্ষন থিয়েটার
০৫ শ্যামা প্রেম, ৭ মে, জাতীয় নাট্যশালা, মূল হল
০৬ বিবাদী সারগাম, ১০ জুলাই, জাতীয় নাট্যশালা, মূল হল
০৭ কনডেম সেল, ২৮ জুলাই, মহিলা সমিতি
০৮ আমি ও রবীন্দ্রনাথ, ৪ আগস্ট, মহিলা সমিতি
০৯ দাঁড়াও জন্ম যদি তব বঙ্গে, ১১ আগস্ট, স্টুডিও থিয়েটার, ঢাকা
১০ ঈর্ষা, ১৩ আগস্ট, পরীক্ষন থিয়েটার
১১ ঈর্ষা, ২৮ সেপ্টেম্বর, জাতীয় নাট্যশালা, মূল হল
১২ কনডেম সেল, ৬ অক্টোবর, পরীক্ষন থিয়েটার
১৩ আমি ও রবীন্দ্রনাথ, ১২ অক্টোবর, সঙ্গীত ও নৃত্যকলা ভবন
১৪ ঈর্ষা, ১৩ অক্টোবর, সঙ্গীত ও নৃত্যকলা ভবন
১৫ শ্যামা প্রেম, ১৪ অক্টোবর, সঙ্গীত ও নৃত্যকলা ভবন
১৬ শেষের কবিতা, ১৫ অক্টোবর, সঙ্গীত ও নৃত্যকলা ভবন
১৭ বিবাদী সারগাম, ১৬ অক্টোবর, সঙ্গীত ও নৃত্যকলা ভবন
১৮ আওরঙ্গজেব, ১৭ অক্টোবর, সঙ্গীত ও নৃত্যকলা ভবন
১৯ কনডেম সেল, ১৮ অক্টোবর, সঙ্গীত ও নৃত্যকলা ভবন
 
নিয়মিত প্রদর্শনী (নিজস্ব ব্যবস্থাপনায়) দেশের বাইরে : ৭টি 
০১ আমি ও রবীন্দ্রনাথ, ৩ নভেম্বর, সত্যজিৎ রায় অডিটোরিয়াম (আই সি সি আর), হোচিমিন স্মরণী, কলকাতা
০২ ঈর্ষা, ৪ নভেম্বর, সত্যজিৎ রায় অডিটোরিয়াম (আই সি সি আর), হোচিমিন স্মরণী, কলকাতা
০৩ শ্যামা প্রেম, ৫ নভেম্বর (দুপুর ৩টা), সত্যজিৎ রায় অডিটোরিয়াম (আই সি সি আর), হোচিমিন স্মরণী, কলকাতা
০৪ শেষের কবিতা, ৫ নভেম্বর (সন্ধ্যা ৭টা), সত্যজিৎ রায় অডিটোরিয়াম (আই সি সি আর), হোচিমিন স্মরণী, কলকাতা
০৫ বিবাদী সারগাম, ৬ নভেম্বর, সত্যজিৎ রায় অডিটোরিয়াম (আই সি সি আর), হোচিমিন স্মরণী, কলকাতা প্রাঙ্গণেমোর
০৬ আওরঙ্গজেব, ৭ নভেম্বর, সত্যজিৎ রায় অডিটোরিয়াম (আই সি সি আর), হোচিমিন স্মরণী, কলকাতা
০৭ কনডেম সেল, ৮ নভেম্বর, সত্যজিৎ রায় অডিটোরিয়াম (আই সি সি আর), হোচিমিন স্মরণী, কলকাতা
 
 
মোট কল শো ১৭টি
ঢাকায় কল শো ৫টি
 
০১ বিবাদী সারগাম, ১৬ ফেব্রুয়ারি, মূক্তমঞ্চ সোহরাওয়ার্দী উদ্যান
০২ আওরঙ্গজেব, ২৭ ফেব্রুয়ারি, জাতীয় নাট্যশালা, মূল হল
০৩ আওরঙ্গজেব, ২৭ এপ্রিল, জাতীয় নাট্যশালা, মূল হল
০৪ দাঁড়াও জন্ম যদি তব বঙ্গে, ২৯ সেপ্টেম্বর, বড়দেশ্বরী মন্দির
০৫ কনডেম সেল, ২৪ অক্টোবর, টি.এস.সি
 
ঢাকার বাইরে কল শো ১০টি 
০১ আমি ও রবীন্দ্রনাথ, ৪ জানুয়ারি, ময়মনসিংহ শিল্পকলা
০২ কনডেম সেল, ৭ ফেব্রুয়ারি, জা. বি মুক্তমঞ্চ
০৩ কনডেম সেল, ২ মার্চ, লৌহজং কলেজ মাঠ
০৪ আওরঙ্গজেব, ২২ মার্চ, শ্রীমঙ্গল মহসীন হল
০৫ কনডেম সেল, ২৪ মার্চ, কুড়িগ্রাম, জেলা পরিষদ মিলনায়তন
০৬ আওরঙ্গজেব, ২৫ মার্চ, লালমনিরহাট, পৌর মিলনায়তন
০৭ কনডেম সেল, ২৬ মার্চ, লালমনিরহাট, মুক্তমঞ্চ
০৮ কনডেম সেল, ২৯ মার্চ, মাদারীপুর মুক্তমঞ্চ,
০৯ কনডেম সেল, ১৬ মে, সার কারখানা অডিটোরিয়াম
১০ আওরঙ্গজেব, ২৫ ডিসেম্বর, এনাম মেডিকেল কলেজ অডিটোরিয়াম, সাভার
 
দেশের বাইরে কল শো : ২টি 
০১ আমি ও রবীন্দ্রনাথ, ১৬ ডিসেম্বর, হ্যাবিট্যাড সেন্টার, দিল্লী
০২ ঈর্ষা, ১৭ ডিসেম্বর, হ্যাবিট্যাড সেন্টার, দিল্লী