উদীচী’র আয়োজনে ‘মেঘ রৌদ্রের খেলা’ ২৯তম পর্ব অনুষ্ঠিত

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৭, ১৫:১৩

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের নিয়মিত দ্বিমাসিক আবৃত্তি অনুষ্ঠান ‘মেঘ রৌদ্রের খেলা’-এর ২৯তম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর এলিফ্যান্ট রোডের ‘দীপনপুর’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অসীম সাহা।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, বিশিষ্ট বাচিক শিল্পী বেলায়েত হোসেন এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত বাচিক শিল্পী শিরিন ইসলাম, সূনৃত সুজন ও প্রথম আলো বন্ধুসভার তানভীন নাহার, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের ফারজানা আফরিন, স্রোত আবৃত্তি চর্চা কেন্দ্রের মাহফুজ তুহিন, উঠোন-এর প্রিয়াঙ্কা আচার্য, ঝিঙুরের ঝাঁক-এর আশরাফুল বিলাস, বিশ্ব সাহিত্য কেন্দ্রের হাসান সালেহ জয় এবং উদীচী কেন্দ্রীয় আবৃত্তি দলের সদস্য সালাউদ্দিন সবুজ ও আফরিন সুলতানা, উদীচী তুরাগ শাখা সংসদের শফিউল গনি, নবাবগঞ্জ শাখার জুয়েল মাহমুদ, মিরপুর শাখার তুষার চন্দন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত