বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবসে উদীচী’র স্মরণানুষ্ঠান

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৭

জাগরণীয়া ডেস্ক

ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রসেনানী, অগ্নিযুগের বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার-এর ৮৫তম আত্মাহুতি দিবসে স্মরণ অনুষ্ঠান করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

গত ২৩ সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে উদীচী ঢাকা মহানগর সংসদ।

উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ-এর সভাপতিত্বে শুরু হওয়া আলোচনা সভায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন ও উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি একরাম হোসেন। সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার-এর জীবন, কর্ম এবং তাঁর আত্মাহুতির ঘটনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯৩২ সালে প্রীতিলতার নেতৃত্বে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপীয়ান ক্লাবে দুর্ধর্ষ হামলা চালানো হয়। সফল আক্রমণ শেষে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন প্রীতিলতা। পাহাড়তলীর ইউরোপীয়ান ক্লাবে আক্রমণের ঘটনা ব্রিটিশবিরোধী আন্দোলন-সংগ্রামের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং গৌরবময় একটি অধ্যায়।

আলোচনা সভার পর দলীয় সঙ্গীত পরিবেশন করে উদীচী ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ এবং মিরপুর শাখা সংসদের শিল্পীরা। দলীয় আবৃত্তি পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের বাচিক শিল্পীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত